বিশেষ খবর



১০০ বছরের অনুভূতি পোশাকে

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

১০০ বছর বয়সে নিজের অনুভূতি কেমন হবে -তা আগে থেকেই অনেকের জানতে ইচ্ছা করে। কিন্তু অপেক্ষা করেও বাস্তবে সেই স্বাদ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, মানুষের গড় আয়ুর যে দশা, তাতে ১০০ বছর বাঁচার আশা কেউ করে না বললেই চলে। তবে মানুষকে সেই স্বাদ দিতে পারে নতুন আবিষ্কৃত একটি পোশাক। পোশাকটি বানিয়েছে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফোর্ড। নাম দেয়া হয়েছে, ‘থার্ড এইচ স্যুট’। এতে একটি স্যুটের পাশাপাশি কয়েকটি ডিভাইস আছে। যেমন- বিশেষ চশমা, দস্তানা (গ্লাভস)। এছাড়া এতে আছে এমন প্রযুক্তি, যা শারীরিক শক্তি কমিয়ে দেবে। সমস্যা হবে হাঁটাচলা করতেও। আর যে চশমা আছে, তা চোখে দিলে চারপাশ ঝাপসা দেখা যাবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img