বিশ্বের সবচেয়ে কমবয়সী মা হলেন পেরুর লিনা মেডিনা। মাত্র ৫ বছর ৭ মাস বয়সেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ঘটনাটা ১৯৩৯ সালের। সমাজও ছিল অনেকটাই রক্ষণশীল। সেই সমাজের রক্তচক্ষু অগ্রাহ্য করেই শিশুর জন্ম দিয়েছিলেন। প্রথমে লিনার বাবা-মা ভেবেছিলেন মেয়ের পেটে হয়ত টিউমার হয়েছে। সে কারণেই পেট ফুলে যাচ্ছে। এজন্যই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান তারা।