বিশেষ খবর



Upcoming Event

উচ্চশিক্ষার মান নিশ্চিত করবে ‘এক্রিডিটেশন কাউন্সিল’ -রাষ্ট্রপতি

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশ ও জাতির কাছে দায়বদ্ধ থেকে তাদের ক্যাম্পাসগুলোকে জ্ঞানচর্চা ও গবেষণার পরিপূর্ণ ক্ষেত্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর নির্দেশনা অনুযায়ী শিক্ষার মান নিশ্চিত করার আহ্বান জানান। সম্প্রতি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সাউথইস্ট ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিশ্চিত করতে একটি ‘এক্রিডিটেশন কাউন্সিল’ গঠনে যৌথভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমি মনে করি, দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাষ্ট্রপতি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চার সর্বোত্তম ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে, কারণ শিক্ষা, বিজ্ঞান ও আইসিটিতে আলোকিত একটা তরুণ প্রজন্মই কেবল জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অত্যন্ত ব্যয়সাধ্য উল্লেখ করে রাষ্ট্রপতি এ বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষের প্রতি দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান, যাতে ওইসব শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. আনোয়ার হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য পেশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হতে না পারে বা সাময়িক লাভের প্রত্যাশায় জঙ্গিবাদী বা মৌলবাদী কর্মকান্ডে জড়িয়ে না পড়ে- সে ব্যাপারে শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে হবে। সমাবর্তনে পাঁচ হাজার ২৯২ জনকে সনদ দেয়া হয়। শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য দুইজনকে দেয়া হয় স্বর্ণপদক।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img