শিক্ষকদের মনে রাখতে হবে, তাদের জনগণের শ্রদ্ধা ও আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, নতুন প্রজন্মকে গড়ে তুলতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। এ শিক্ষার্থীরাই আপনাদের সম্মানিত করবে।
৬ ফেব্রুয়ারি চাঁদপুরের কচুয়া ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষকদের চেষ্টায় ছাত্রীরা এগিয়ে যাবে। জাতিসংঘের লক্ষ্য ছিল ২০১৫ সালের মধ্যে ছেলে-মেয়ের শিক্ষায় সমতা অর্জন। বাংলাদেশ নির্ধারিত সময়ের তিন বছর আগে শুধু প্রাথমিকেই নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমতা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন আমাদের প্রাথমিকে শতকরা ৫১ ও মাধ্যমিকে ৫৩ জন মেয়ে। দেখা যাচ্ছে মেয়েরা এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ৩৫টি মডেল মাদ্রাসা করেছি। আমরা মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছি। মাদ্রাসা থেকে কোরআন-হাদিস পড়ে যেমনি আলেম হবে, তেমনি ফিজিক্স, ক্যামেস্ট্রি পড়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। মাদ্রাসা ও স্কুল এবং ডিগ্রি কলেজ মাদ্রাসা শিক্ষকদের বেতন সমান করে দিয়েছি।