বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ আয়োজন করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। প্রতিযোগিতার নাম দেওয়া হয় ‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫: কে হবেন মাইকের মালিক’। অনলাইনের প্রথম দুই রাউন্ডে এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সেখান থেকে বাছাই করা ১০ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন। এবার চ্যাম্পিয়ন হয়েছেন ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস মিম, প্রথম রানারআপ ব্যবসায় প্রশাসন বিভাগের তামিমা ও দ্বিতীয় রানারআপ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব