দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা -স্লোগানকে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। সাভার উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শওকত আলী মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা-২ দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান ও সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান নঈম। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম ও দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।