বিশেষ খবর



Upcoming Event

বিএসএমএমইউ’র গবেষণা এগিয়ে যাচ্ছে -বিএসএমএমইউ উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

বিএসএমএমইউ’র গবেষণা কার্যক্রমে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সম্প্রতি বিএসএমএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালের কনভেনশন হলে ‘এবিসি অব রিসার্চ মেথোডলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স’ শীর্ষক বইয়ে ৫ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, এবিসি অব রিসার্চ মেথোডলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স বইয়ে ২৬টি চাপ্টার রয়েছে। বইয়ের পরিসংখ্যানগত পদ্ধতিসহ এমন বিষয় রয়েছে, যা প্রমাণ করে বিএসএমএমইউ’র গবেষণা কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। জ্ঞান বৃদ্ধি করা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ উল্লেখ করে বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর বলেন, সে জন্য প্রয়োজন গবেষণার। মনে রাখতে হবে, চিন্তাকে কাঠামোগত রূপ দেয়াই রিসার্স মেথোডলজি, যা গবেষণার জন্য অপরিহার্য। তাই এই বইটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখবে। তবে রোগীদের চাহিদা পূরণ করতে গবেষণা যাতে পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধ সম্পর্কিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ’র প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, মূখ্য আলোচক অধ্যাপক শুভাগত চৌধুরীর লিখিত বক্তব্য পাঠ করে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুব মোতানাব্বী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক বলেন, এবিসি অব রিসার্চ মেথোডলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স বইটি মেডিকেল শিক্ষক, শিক্ষার্থীদের সকল ধরনের গবেষণায় বিশেষ অবদান রাখবে। ছাত্র-ছাত্রীদের থিসিস সম্পন্ন করা, ডিসারটেশন রাইটিংও কাজে লাগবে। পরীক্ষার্থী এবং যারা পরীক্ষা নিবেন তাদেরও কাজে লাগবে এই বইটি। তিনি জানান, মেডিকেল বিষয়ক গবেষণা ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য এই ধরনের বই অতীব প্রয়োজনীয় হলেও তা খুব একটা নেই। সেই তাগিদ থেকেই ২০০১ সাল থেকে এই বইটি লেখার উদ্যোগ নেন এবং ২০০৯ সালে এই বইয়ের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক অধ্যাপক শুভাগত চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, চিকিৎসা বিজ্ঞানে গবেষণা ও পরিসংখ্যানের মতো কিছু জটিল বিষয় আছে, যা অনেকের জন্য কঠিন। তিনি কঠিন বিষয়ের কঠিন পথ ধরে সবলীলভাবে হেঁটেছেন এবং এই বিষয়ের সহজ পাঠ তিনি এমন সহজভাবে বর্ণনা করেছেন যে, তা ছাত্র-শিক্ষকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এ কারণে বইটি পরপর ৫টি সংস্করণ প্রকাশিত হয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img