সাফল্যচক্রঃ
১ বছর বয়সে সাফল্য হচ্ছে কারো সাহায্য ছাড়াই নিজে নিজে হাঁটতে পারা
৪ বছর বয়সে সাফল্য হচ্ছে কাপড়ে নিজের অজান্তে প্রস্রাব না করে ফেলা
৮ বছর বয়সে সাফল্য হচ্ছে নিজে নিজে পথ চিনে বাড়ি ফিরে আসতে পারা
১২ বছর বয়সে সাফল্য হচ্ছে একদল সমবয়সী বন্ধু পাওয়া
১৮ বছর বয়সে সাফল্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া
২৩ বছর বয়সে সাফল্য হচ্ছে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট হওয়া
২৫ বছর বয়সে সাফল্য হচ্ছে উপার্জন করা
৩০ বছর বয়সে সাফল্য হচ্ছে স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে সংসার করা
৩৫ বছর বয়সে সাফল্য হচ্ছে অর্থ সঞ্চয় করা
৪৫ বছর বয়সে সাফল্য হচ্ছে তারুণ্য ধরে রাখা
৫০ বছর বয়সে সাফল্য হচ্ছে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করা
৫৫ বছর বয়সে সাফল্য হচ্ছে দায়িত্ব পালনে তৎপর থাকা
৬০ বছর বয়সে সাফল্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বজায় রাখা
৬৫ বছর বয়সে সাফল্য হচ্ছে রোগমুক্ত জীবনযাপন করা
৭০ বছর বয়সে সাফল্য হচ্ছে কারো বোঝা না হওয়া
৭৫ বছর বয়সে সাফল্য হচ্ছে একদল বৃদ্ধ বন্ধু থাকা
৮১ বছর বয়সে সাফল্য হচ্ছে নিজে নিজে পথ চিনে বাড়ি ফিরে আসতে পারা
৮৬ বছর বয়সে সাফল্য হচ্ছে কাপড়ে নিজের অজান্তে প্রস্রাব না করে ফেলা
৯০ বছর বয়সে সাফল্য হচ্ছে কারো সাহায্য ছাড়াই নিজে নিজে হাঁটতে পারা