বিশেষ খবর



Upcoming Event

জীবনকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে করে নিজের পরিচয় নিজের মুখে বলতে না হয়

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

জীবনকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে করে নিজের পরিচয় নিজের মুখে বলতে না হয়

১. জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই, যেটা থেকে আমরা কোনো কিছুই শিখতে পারিনা।

২. কেউ যদি আপনার সাথে সম্পর্ক না রাখতে চায়, তাহলে চুপচাপ সরে যাবেন। কারণ, সময় তাকে শিখিয়ে দেবে কদর করা; আর আপনাকে শেখাবে সবুর করা।

৩. কেউ ছেড়ে গেলে নিরাশ হবেন না, কারণ, ভুল মানুষকে যেতে হয়; সঠিক মানুষটি আসার জন্য।

৪. কাউকে ধোঁকা দেয়া একটি চরম অভিশপ্ত বিষয়, যার ফল অন্যের মাধ্যমে আপনি একদিন অবশ্যই পাবেন।

৫. জীবনকে এমনভাবে তৈরী করতে হবে- যাতে করে নিজের পরিচয় নিজের মুখে বলতে না হয়।

৬. তিনটি সময়ে ৩টি সম্পর্ক সঠিকভাবে বোঝা যায়-

১.খালি পকেটে স্ত্রীকে,

২. বিপদে বন্ধুকে;

৩. সন্তানকে আপনার জীবনের শেষ সময়ে।

৭. দুঃখের সময়ও হাসা যায়, কিন্তু সেটি শিখে নিতে হয়।

৮. কাউকে ভালোবাসতে গিয়ে অন্তত এটুকু খেয়াল রাখবেন- সেক্রিফাইস করতে গিয়ে যেন নিজের জীবন থেমে না যায়।

৯. আপনার দাম তখনই হবে, যখন আপনাকে প্রয়োজন হবে। কেননা, বিনা প্রয়োজনে হীরা-মুক্তাও বাক্সবন্দী হয়ে পড়ে থাকে।

১০. যখন ক্লান্ত হবেন, তখন বিশ্রাম নেবেন; কিন্তু হার মানবেন না।

১১. কিছু মানুষের বৈশিষ্ট্য পায়ের স্যান্ডেলের মতো, চলার সময় সামনে থাকে; কিন্তু পেছন থেকে থাপ্পড় ঠিকই মারে।

১২. কাউকে যাচাই করার আগে নিজেকে যাচাই করুন, নিজে ঠিক আছেন কিনা?

১৩. নিজের বিষয় নিয়ে অন্যকে বেশি বলে সময় নষ্ট করার কোনই প্রয়োজন নেই। কারণ, তারা ততোটুকুই বোঝে; যতোটুকু তাদের মেধা আছে।

১৪. সমস্যার কাজই হচ্ছে- জীবনের চলার পথে বাধা দেওয়া। কারণ, অন্ধকার ছাড়া চাঁদের আলোর কোনোই দাম নেই।

১৫. জীবনে উদার হবেন, কিন্তু কখনো কারো দ্বারা ব্যবহার হবেন না।

১৬. মানুষকে ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না।

১৭. মানুষকে বিশ্বাস করবেন, কিন্তু কখনো বোকার মতো জীবন বিসর্জন দিয়ে নয়।

১৮. অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়েই অটল থাকবেন।

১৯. সঠিক মানুষ না আস্তিক হয়, না নাস্তিক হয়; সঠিক মানুষ সবসময় বাস্তবিক হয়।

২০. যে ব্যক্তি যত সফল, সে ব্যক্তি জীবনে ততো বেশি বাধার সম্মুখীন হয়।

২১. মন আর আলমারিকে সবসময় পরিস্কার রাখবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র ধুলো-ময়লায়; আর মন দুঃশ্চিন্তায় ভরে যাবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img