ম্যাথু ব্রিন্টনের (৩৫) কাজ রাস্তায় ভিক্ষা করা। পোষা কুকুর হাজেলসহ তাকে দেখা যায় ব্যাংক স্ট্রিট, নিউকুয়ে ও কর্নওয়েলের রাস্তায় পথচারীর কাছ থেকে কখনও খাবার, কখনও টাকা চেয়ে নিচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই চলে তার। এরপর তাকে দেখা যায়, প্রায় ৫৬ লাখ টাকা দামের অডি টিটি ব্র্যান্ডের একটি স্পোর্টস কার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
স্থানীয় কার পার্কিং থেকে তার গাড়িসহ রাস্তায় বসে থাকা ম্যাথুর একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে সহানুভূতিসূচক মন্তব্য করলেও বেশিরভাগই ম্যাথুকে প্রতারক হিসেবে সাব্যস্ত করেন।
তবে ম্যাথু বলেছেন, স্পোর্টস কারটি তার দাদিমার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া এবং চুরি হয়ে গেছে।