বিশেষ খবর



পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজ

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

যুক্তরাষ্ট্রের ৫৫ বছর বয়সী জিম হ্যারিসন ২০০০ বিষধর সাপের দেখাশোনা করেন কেন্টাকি রেপটাইল চিড়িয়াখানায়। প্রতি সপ্তাহে তাকে ৬০০ থেকে ১০০০ বিষধর সাপ হাত দিয়ে ধরে বিষ সংগ্রহ করতে হয়। এ পর্যন্ত ৮ বার তাকে সাপে দংশন করেছে এবং এ কারণে তিনি হাতের কয়েকটি আঙুল হারিয়েছেন চিরতরে। তবে সাপের বিষ মানুষের নানা ধরনের রোগ প্রতিরোধে কাজে লাগে বলে তিনি ওই পেশা ছাড়তে চান না। জিম ও তার স্ত্রী মিলে ওই সাপের খামার গড়ে তুলেছেন। সাপের বিষ বিক্রিই তাদের পেশা।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img