সুখ, শান্তি, মহব্বত -এসবের জন্য মানুষ কী না করে। কিন্তু ভাবা যায়, রাষ্ট্র যদি জনগণের ব্যক্তিগত সুখ-শান্তির বিশেষ উদ্যোগ নেয়? সংযুক্ত আরব আমিরাতে সুখ-শান্তি নিয়ে বিশেষভাবে ভাবছেন সরকার। তারা জনগণের সুখ-শান্তি নিশ্চিত করতে ‘সুখ-শান্তি’ ও ‘সহনশীলতা’ শীর্ষক দু’টি মন্ত্রণালয় গঠন করার পরিকল্পনা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম এরই মধ্যে এ সংক্রান্ত মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন। আর অভিনব এই দুই মন্ত্রণালয়ের দু’জন মন্ত্রী খোঁজার কাজ শুরু হয়েছে। সম্ভবত এটাই হবে পৃথিবীর কোনো দেশ, যার মন্ত্রিসভায় এ ধরনের মন্ত্রণালয় গঠন করা হবে। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম বলেছেন- সুখ-শান্তি বিষয়ক মন্ত্রণালয় এমন সব নীতি প্রণয়ন করবে, যাতে দেশের জনগণ খুশি থাকে, তৃপ্ত থাকে।