বিশেষ খবর



Upcoming Event

পানি দিলেই সাজা

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

গাছ থাকলে পানি দিতে হবে, পরিচর্যা করতে হবে। কিন্তু গাছে পানি দিলেই সাজা হবে, এ আবার কেমন কথা! হ্যাঁ, পানির অপচয় রোধে এমন অভিনব ও কঠোর সিদ্ধান্তই নিয়েছে ভারতের উত্তরাঞ্চলীয় চন্ডিগড় নগর কর্তৃপক্ষ। এ কাজ করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। এমনকি বাসার পানির সংযোগও কেটে দেয়া হতে পারে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যে পানির সঙ্কট কোনো নতুন খবর নয়। কিন্তু চন্ডিগড় মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ গ্রীষ্ম মৌসুমে পানির অপচয় রোধে যে সিদ্ধান্ত নিয়েছে তা কেবল কঠোরই নয়, অনেকটা নজিরবিহীনও। স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে জানায়, নগরবাসী কাউকে যদি ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে গাছে জল দেয়া বা গাড়ি ধৌত করতে দেখা যায় তবে প্রথমে তার দু’হাজার টাকা জরিমানা হবে। ফের একই কাজ করলে অভিযুক্তের বাড়ির পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। এই উদ্দেশ্যে চন্ডিগড় মিউনিসিপ্যালিটির ১৮ সদস্যের একটি টিম নজরদারির দায়িত্ব পালন করবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img