বিশেষ খবর



Upcoming Event

১৩০০ সন্তানের বাবা

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

এ যেন ধৃতরাষ্ট্র বনাম পোস্টম্যান। ধৃতরাষ্ট্র ১০০, আর পোস্টম্যান ১৩০০। হ্যাঁ, ঠিকই ধরেছেন। হিসাবটা সন্তানেরই। এই পোস্টম্যান মহাভারতের ধৃতরাষ্ট্রকে ধরে ধরে এক হাজার ২০০ গোলে হারিয়েছেন। ২০০১ সালে বাবার পরিচয় জানতে বেসরকারি গোয়েন্দাদের কাছে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই নাগরিক। তারপর ১৫ বছর ধরে চলে তদন্ত। ২০০১ সাল থেকে চলা এই তদন্তের শেষে জানা যায়, তাদের বাবা শুধু তাদেরই বাবা নন; আরো এক হাজার ২৯৮ জনের বাবা তিনি! এই তিনি ৮৭ বছরের অবসরপ্রাপ্ত এক পোস্টম্যান।
এই রহস্য উদঘাটন করা বেসরকারি গোয়েন্দা সংস্থার এক কর্মী জানান, ১৫ বছর ধরে তারা খোঁজখবর করেন। ডিএনএ পরীক্ষা করা হয় বহু মানুষের। আর দীর্ঘ কয়েক বছর ধরে চলা ডিএনএ পরীক্ষার সেই রিপোর্ট সত্যিই ছিল তাক লাগানো। শুধু ওই দুই ব্যক্তিই নন, তাদের তদন্ত অনুযায়ী ওই পোস্টম্যানের ঔরসে এক হাজার ৩০০ জনের জন্ম হয়!


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img