বিশেষ খবর



Upcoming Event

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ফার্মেসী অনুষদের গ্রাজুয়েশন সমাপনী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ফার্মেসী অনুষদের সম্মান ডিগ্রি সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন সমাপনী আয়োজন করা হয়। ফার্মেসী অনুষদের হেড প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. মোঃ আবদুর রাজ্জাক এমপি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর শ্রম ও মানব সম্পদ বিভাগের সচিব হাবিবুর রহমান সিরাজ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ- উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. রাজ্জাক নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্ববিদ্যালয় তথা দেশের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img