বিশেষ খবর



Upcoming Event

বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো সত্যের অন্বেষণ করা -ঢাবি ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো সত্যের অন্বেষণ করা। সত্যান্বেষণেই বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়া হয়। সত্য প্রতিষ্ঠা করতে যদি ১০০ বছর পরও কোনো সিদ্ধান্ত নিতে হয় তবে বিশ্ববিদ্যালয় তা গ্রহণ করে। ২৭ নভেম্বর খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় ইউনিটের তৃতীয় বর্ষপূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আরও বলেন, ১৯২১ সালে ১২টি অনুষদে ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৯০টি অনুষদে ছাত্র-শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজারে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশ, সমাজ ও মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ভালোবাসার সূচক দিয়ে র‌্যাংকিং করলে দেখা যাবে এ বিশ্ববিদ্যালয়ই শ্রেষ্ঠ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মসিউর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হতে পেরে আমি গর্বিত। এ বিশ্ববিদ্যালয়ই আমাকে একজন পরিপূর্ণ মানুষ করেছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img