খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ও কাস্টার এর উদ্যোগে এক নম্বর একাডেমিক ভবনের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী সিএসই ফেস্টিভ্যাল ২০১৫ এর অনুষ্ঠান শেষ হয়।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এর সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা। দু’দিনব্যাপী এ উৎসবটি আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের আইটি বিষয়ক সংগঠন ‘ক্লাব ফর আপডেটেড সার্চ অন কম্পিউটার’ ক্লাস্টার এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ডিসিপ্লিন।
উক্ত অনুষ্ঠানে আইটি কুইজ, সুডোকু চ্যালেঞ্জ, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শো, গেমিং কনটেস্ট এবং রোবোটিক কনটেস্টসহ ছয়টি ইভেন্টে প্রায় চারশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।