এ বছরের এইচএসসি পরীক্ষায় হামদর্দ পাবলিক কলেজ বিগত বছরের মতো সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীন হামদর্দ পাবলিক কলেজে শতভাগ পাস করেছে।
এ বছর হামদর্দ পাবলিক কলেজ থেকে ১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। বাকি শিক্ষার্থীদের সবাই জিপিএ ‘এ’ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
হামদর্দ পাবলিক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাদেকুর রহমান মজুমদার বলেন, সাফল্যের নেপথ্যে রয়েছে কলেজের প্রতিষ্ঠাতা, গভর্নিং বডির সভাপতি ও হামদর্দ পরিবারের সদস্যদের অনুপ্রেরণা এবং শিক্ষকম-লী ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম।
উল্লেখ্য, হামদর্দ স্বাস্থ্য এবং মানবসেবার পাশাপাশি শিক্ষা বিস্তারে হামদর্দ পাবলিক কলেজ ও তিনটি ইউনানি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছে।
সারা দেশে হামদর্দের অর্থায়নে পরিচালিত হচ্ছে ২৬টি বয়স্ক শিক্ষাকেন্দ্র।
উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠা করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
শিক্ষাক্ষেত্রে হামদর্দের এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হামদর্দ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছে।