শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল-কামিল মাদ্রাসাগুলোতে কোরআন, হাদিস, ফিকাহসহ ইসলামী বিষয়গুলোর পাশাপাশি আধুনিক বিজ্ঞান-প্রযুক্তিও পড়ানো হবে। তাতে করে এখান থেকে ডিগ্রি গ্রহণকারী আলেমরা একই সঙ্গে দক্ষ প্রযুক্তিবিদ হওয়ার সুযোগ পাবেন।
রাজধানীর ধানমণ্ডিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আলেম সমাজের দাবির পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্যও জায়গা দেখা হচ্ছে। দ্রুতই একে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে।
তিনি জানান, ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে, ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হয়েছে।