বিশেষ খবর



Upcoming Event

অধ্যাপক শরফুদ্দিন বিএসএমএমইউ’র প্রো-ভিসি

ক্যাম্পাস ডেস্ক মেডিকেল কলেজ
img

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) পদে অধ্যাপক ডাঃ শরফুদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ আলী আজগর মোড়ল তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন। গত ২ এবং ৩ আগস্ট পৃথক আদেশে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাদের নিয়োগ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব রেহানা ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আদেশের পর ৩ আগস্ট উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ডাঃ শরফুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন। তবে অধ্যাপক ডাঃ আলী আজগর মোড়লের নিয়োগ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তিনি বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জুলফিকার রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। অধ্যাপক ডাঃ শরফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন এবং কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাটে। অধ্যাপক ডাঃ আলী আজগর মোড়ল বিএসএমএমইউর ডেন্টাল অনুষদের ডিন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকির চর এলাকায়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img