বিশেষ খবর



Upcoming Event

জিপিএ-৫’র জন্য শিশুদের ফার্মের মুরগি করা হচ্ছে

-সংস্কৃতি মন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

বর্তমানে অভিভাবকরা শিশুদের জিপিএ-৫’র জন্য ফার্মের মুরগি বানিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
৫ জুন সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামের তির্যক নাট্যদলের প্রতিষ্ঠার ৪০ বছরপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সমাজে যারা প্রতিষ্ঠিত তারা কেউ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠিত হননি। তবে অভিভাবকদের ধারণা জিপিএ-৫ না পেলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। আর তাই তো শিশুদের জিপিএ-৫’র জন্য ফার্মের মুরগি বানিয়ে পড়াশোনা করানো হচ্ছে। এতে তারা সৃজনশীলতার সঙ্গে বেড়ে উঠতে পারছে না।
মন্ত্রী বলেন, বর্তমানে মঞ্চ নাটকে দর্শক কমার জন্য যানজট এবং জিপিএ-৫ পাওয়ার প্রবণতাই বেশি দায়ী।
শিশুদের সঙ্গে জিপিএ-৫ নির্যাতন করা হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, এখন শিশুদের নাচ-গান করতে দেয়া হয় না। মুক্ত চিন্তা করতে দেয়া হয় না। দেশ ও মানুষ নিয়ে ভাবতে দেয়া হয় না। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img