শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর ভিত্তি স্থাপন, খুলনায় বিমান বন্দর প্রতিষ্ঠা ও আধুনিক রেল স্টেশন নির্মাণ প্রকল্প অনুমোদন এবং ছিটমহল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দর্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে ক্যাফিটেরিয়া, প্রশাসনিক ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপাচার্য বক্তব্য রাখেন।
উপাচার্য বলেন, দেশে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিলো দীর্ঘদিনের। সম্প্রতি শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মন্ত্রিসভায় এ্যাক্ট অনুমোদনের মধ্যদিয়ে তার যাত্রা শুরু হলো। তিনি আশা করেন এটি পরিপূর্ণ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ে রূপলাভ করবে এবং এখানে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিসহ বিশ্বসংস্কৃতির গতিধারা নিয়ে গবেষণা হবে।
র্যালিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারেও অংশগ্রহণ করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেন।