বিশেষ খবর



Upcoming Event

ঢাবিতে সমুদ্র বিজ্ঞান নিয়ে ওয়ার্কশপ

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফি’র যৌথ উদ্যোগে ১১ মে Bay of Bengal Ocanography শীর্ষক একটি ওয়ার্কশপ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়ার্কশপের উদ্বোধনী অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই-কমিশনার সন্দ্বীপ চক্রবর্তী, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফির পরিচালক ড. এস ডাবলু নাকবী, ঢাবি আর্থ এন্ড এনভায়রণমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম  মাকসুদ কামাল এবং ঢাবি  সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কাউসার আহাম্মদ।
উপাচার্য বলেন, সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী উভয় দেশের সমুদ্র বিজ্ঞানীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমুদ্র সম্পদ আহরণে একযোগে কাজ করে আমাদের সম্পর্ককে আরও সুসংহত ও মজবুত করবে। গবেষণার ব্যাপারে উভয় ইনস্টিটিউটের  মধ্যে একটি সমঝোতা চুক্তি অচিরেই স্বাক্ষরিত হবে বলে তাঁরা উল্লেখ করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img