বিশেষ খবর



Upcoming Event

ডাকসু’র কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন

ক্যাম্পাস ডেস্ক
img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংদে (ডাকসু) এর কোষাধ্যক্ষ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনকে। ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬ (এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। ড. এইচ এম মোশারফ হোসেন ১৯৭৪ সালে শরীয়তপুর জেলার ল²ীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ১৯৯৫ ও ১৯৯৬ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেন ও প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ২০০৭ সালে একই বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img