বিশেষ খবর



Upcoming Event

যবিপ্রবি’র সাবেক ভিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদক’র মামলা

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ইউজিসি’র অনুমোদন-বহির্ভূত পদে নিয়োগ প্রদান করায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তারসহ ছয় শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন সংশ্লিষ্ট কার্যালয়ে এ মামলা করেন। মামলায় দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনুমোদনহীন পদে নিয়োগ দিয়ে সরকারি ৫২ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন। মামলার আসামিরা হলেন যবিপ্রবির সাবেক উপাচার্য ড. মো. আব্দুস সাত্তার, অনুমোদনহীন পদে নিয়োগপ্রাপ্ত বর্তমান সহকারী পরিচালক (হিসাব) শরিফুল ইসলাম (৪১), সাবেক উপপরিচালক (অর্থ ও হিসাব) জিএম আনিছুর রহমান (৬৩), যবিপ্রবি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস (৫১), সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন (৭২) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, আসামি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত থাকাকালীন অপর ৫ আসামির সঙ্গে যোগসাজশে আসামি মো. শরিফুল ইসলামের কাছ থেকে অবৈধভাবে লাভবান হয়ে ইউজিসির নির্দেশনা সুস্পষ্টভাবে লঙ্ঘন করে তাকে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ প্রদান করেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা সরকারি তহবিল থেকে ২০১৫ সালের জুলাই থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা বাবদ সর্বমোট ৫২ লাখ ২৬ হাজার ৬৮৫ টাকা সরকারি অর্থের ক্ষতি সাধন করেন


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img