বিশেষ খবর



Upcoming Event

শিক্ষা আইনের খসড়ায় কোচিং সেন্টার রাখার বিধান

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়ায় নোট-গাইড নিষিদ্ধ রেখে সন্ধ্যার পর কোচিং সেন্টার খোলা রাখার বিধান রাখা হচ্ছে। তবে নোট-গাইড এখনো না রাখার পক্ষেই মত রয়েছে। খসড়া আইনটি শিগগিরই চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম ফারুক বলেন, আইনের খসড়া এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আরো একাধিক সভা হবে। জানা গেছে, ১০ বছর ধরে এ আইনের খসড়া নিয়ে কাটা-ছেঁড়া হচ্ছে। সর্বশেষ এ নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। আগের খসড়ায় তেমন বড় কোনো পরিবর্তন আনা হয়নি। খসড়ায় কৌশলগতভাবে কোচিং থাকলেও নোট-গাইড বই থাকবে না বলে উল্লেখ করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img