বর্তমান প্রযুক্তিতে খোলা জায়গায় সূর্যের তাপ ব্যবহার করে রান্না করা সম্ভব হলেও ঘরের ভেতর সেটা সম্ভব হয় না। আগামী এক বছরের মধ্যে রান্নাঘরে বসেই সূর্যের তাপে রান্নার প্রযুক্তি অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) গবেষকরা।
খোলা জায়গা থেকে সূর্যের তাপ ধরে তা রান্নাঘরে নিয়ে যাওয়ার কাজ চলছে। তাপ রান্নাঘরে নিয়ে যেতে পারলে শত শত কোটি টাকা সাশ্রয় হবে। এছাড়া বিকল্প জ্বালানি হিসেবে পৃথিবীর সবচেয়ে কম দামের সোলারও আবিষ্কার করেছে বিসিএসআইআর। ঢাকা শহরের ছাদ বা বাগানে এই সোলার বসানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি বায়োগ্যাসের নতুন প্লান্টও আবিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনেও এই প্লান্ট বসানো হয়েছে।