অনেকেই জ্বর হলে চিকিৎসকের কাছে না গিয়ে এন্টিবায়োটিক খায় আর ভাবেÑ কয়েকটা ট্যাবলেট খেলেই জ্বর কমে যাবে। কিন্তু এই ভাবনা ভুল। ট্যাবলেট খেলে হয়তো জ্বর কমবে, কিন্তু আদতে তা বাড়িয়ে দিতে পারে মানসিক সমস্যা। কারণ অতিরিক্ত এন্টিবায়োটিক গ্রহণে মস্তিষ্কের বিভিন্ন অসুখের আশঙ্কা রয়েছে -এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রিগহাম এন্ড উইমেন্স হাসপাতালের গবেষকদল।
এ গবেষণায় নিযুক্ত বাঙালি চিকিৎসক শমিক ভট্টাচার্য জানান, উল্টোপাল্টা ওষুধ খেলে মানসিক অবসাদের মতো মস্তিষ্কের জটিল রোগের আশঙ্কা বেড়ে যায়। অবসাদের কারণে মানসিক সমস্যা দেখা দেয়। ফলে কোনো কোনো রোগী অল্পতেই রেগে যায়; কারো কারো আবার মতিভ্রম হয়।