বিশেষ খবর



Upcoming Event

স্বাভাবিক প্রসবে বাংলাদেশের দৃষ্টান্ত

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

উপজেলা শহর থেকে অনেক দূরের এক গ্রাম। যোগাযোগ ব্যবস্থাও তেমন উন্নত নয়। এমনই দুর্গম এক গ্রামের এক ক্লিনিকে কোনো কাটাছেঁড়া ছাড়াই নিরাপদে সন্তান প্রসব করছেন প্রসূতিরা। সেই ক্লিনিকে ৩ বছরে ৪৫৮ জন প্রসূতি স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিয়েছেন। যখন কথায় কথায় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান চলছে, তখন এই সংখ্যাটি বলে দেয় বাংলাদেশের চিকিৎসাসেবায় এটি এক বিস্ময়কর সাফল্য। তৃণমূলের চিকিৎসাসেবায় এই বিস্ময়কর সাফল্য অর্জন করেছে আমতলীপাড়া কমিউনিটি ক্লিনিক। এই আমতলীপাড়া পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার বালিয়াতলী ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম। স্বাভাবিক সন্তান প্রসবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এরই মধ্যে ক্লিনিকটি প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছে।
বরিশাল বিভাগে সেরা হওয়ার এই সাফল্যের নেপথ্যে রয়েছেন স্বাস্থ্য সহকারী জুলিয়া নাসরীন। তার হাত ধরে আসা এই সাফল্যের কথা বিভাগ আর দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img