শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব কলেজে হাইটেক কানেকশন দেয়া হবে।
যে সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ নেই, সেই সব প্রতিষ্ঠানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। খুব দ্রুত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালিত হবে।
১০ মে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতি বছর দেশে চল্লিশ লাখ শিশু জন্ম নেয়। এর মধ্যে ত্রিশ লাখ শিশু ক্লাস ফাইভ এবং বিশ লাখ শিক্ষার্থী জেএসসি ও পনের লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে আট লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতি বছর কমপক্ষে যেন ত্রিশ লাখ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
আলোচনা শেষে সচিব বিদ্যালয়টির ছয়তলা ভবন নির্মাণের স্মৃতি চিহ্নের উন্মোচন করেন।