বিশুদ্ধ পানি পান করতে হলে টাকা খরচ হয়। এটা সবাই জানে। তাই বলে বাতাসও কিনতে হবে! শুনতে অবাক লাগলেও এখন থেকে মিনারেল ওয়াটারের মতো কেনা যাবে বোতলবন্দী বিশুদ্ধ বাতাস। ভারতে বোতলবন্দী করে বাতাস বিক্রি করতে যাচ্ছে একটি কানাডিয়ান কোম্পানি।
দূষণ সারা বিশ্বের পরিবেশবিদদের চিন্তায় ফেলে দিয়েছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে দূষণের মাত্রা। আর এই সমস্যা দূর করতে হলে এখন থেকে পকেটের অর্থ খরচ করতে হবে। ভাইটালিটি এয়ার নামে এক কানাডিয়ান কোম্পানি চীনে এনেছে ক্যান ভর্তি বিশুদ্ধ বাতাস। এবার একই কোম্পানি ভারতের বাজারে আনছে বোতলবন্দী বাতাস।
৩ লিটার ও ৮ লিটার এই দুই ধরনের ক্যানে পাওয়া যাবে বিশুদ্ধ বাতাস। ছোট ক্যানের দাম হবে ১,৪৫০ রূপি এবং বড় ক্যানের দাম হবে ২,৮০০ রূপি। ভাইটালিটি এয়ারের প্রতিষ্ঠাতা মসেজ ল্যাম বলেছেন- ভারতে বায়ুদূষণ চীনের থেকে অনেক বেশি; আশা করছি, এখানে আমাদের সবচেয়ে বড় বাজার তৈরি হবে।