বিশেষ খবর



Upcoming Event

লাইব্রেরি নয় ‘টাইব্রেরি’

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

চাকরির সাক্ষাৎকারে আপনার পরিধেয় পোশাক কেমন হবে? চোখ বন্ধ করেই বলে দেয়া যায় শার্ট, প্যান্ট আর শু। শার্টের সঙ্গে টাই থাকবে না, তাই কি হয়! অফিস নির্দেশ না থাকলেও শার্টের সঙ্গে টাই অনেকটাই বাধ্যতামূলক। টাই আপনার ফ্যাশনেও যোগ করে নতুন মাত্রা। তাই টিউন ফিট শার্টের সঙ্গে জম্পেশ একখানা টাই চাই চাকরিপ্রার্থীদের। কিন্তু কথা হচ্ছে- চাকরিপ্রার্থী সবার টাই কেনার সামর্থ্য আছেতো? না থাকলেও ক্ষতি নেই। টাই বিনামূল্যেই পাওয়া যায়। এতদিন জানতেন বই কেনার সামর্থ্য নেই, হাতের কাছের লাইব্রেরি বা গ্রন্থাগার থেকে প্রয়োজনীয় বইটি ধার নেবেন। পড়া শেষে আবার তা ফেরত দেবেন। এবার শুনুন ‘টাইব্রেরি’র কথা! এবার ধার নিন টাই, প্রয়োজন শেষে আবার ফেরত দিন।
যুক্তরাষ্ট্রের জনবহুল দক্ষিণ-পশ্চিম ফিলাডেলফিয়ায় গরিব ও বেকারের সংখ্যা অন্যান্য স্থানের তুলনায় অনেক বেশি। তাদের মধ্যে অনেকেরই টাই কিনে ব্যবহারের সামর্থ্যও নেই। চাকরির সাক্ষাৎকারের সময় তাদের প্রয়োজনের কথা চিন্তা করে এমন সুযোগ এনে দিয়েছে ফিলাডেলফিয়া গ্রন্থাগারের পেসালভিলে শাখা। তাদের ভান্ডারে রয়েছে বিভিন্ন ধরন ও রঙের ৪৮টি টাই। লাইব্রেরির কার্ডধারী যে কেউ টাই ধার নিতে পারবেন এবং রাখতে পারবেন টানা ৩ সপ্তাহ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img