সন্তান জন্মদানে বিরল সাহসের পরিচয় দিয়েছেন অস্ট্রেলিয়ার নারী সারাহ ডাউনস। অস্ত্রোপচারকালে চিকিৎসকের সহায়তায় তিনি নিজেই মেয়েশিশুকে জরায়ু থেকে বের করেন এবং তাকে বুকের ওপর নিয়ে আসেন। দেশটির কুইন্সল্যান্ডের ওই নারী জানান, তিনি প্রাকৃতিকভাবে সন্তান জন্মদানে অক্ষম। তাই সিজারিয়ান বা অস্ত্রোপচার করলেও নিজেই ব্যক্তিগতভাবে শিশুর জন্মদানের অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছেন। সারাহ বলেন, নিজের হাতে সন্তান প্রসব করা এবং নবজাতককে প্রথম স্পর্শ করতে পারা জীবনের অসাধারণ অভিজ্ঞতা। তাকে দেখে আমি ছিলাম ভীষণ উৎফুল্ল। নিঃসন্দেহে এটি আমার জীবনের সেরা কাজ। জন্মের সঙ্গেই নিজের মেয়েকে দেখে আনন্দে আমি কেঁদে ফেলি।
৩১ বছর বয়সী এই মাকে অস্ত্রোপচারকালে সহায়তা করেছেন ধাত্রীবিদ্যার বিশেষজ্ঞ চিকিৎসক সিরি দত্ত। ওই নবজাতকের নাম রাখা হয়েছে টেনাসি। সাহসী ওই মা বলেন, আমি আন্তরিকভাবে চেয়েছিলাম নিজেই নিজের ডেলিভারি করি। আমার ভাবনা ছিল, নিজ সন্তানের জন্মের প্রক্রিয়া থেকে বাইরে থাকা উচিত হবে না। নারী হিসেবে আমি যা করেছি, ঠিকই করেছি। একে অন্যভাবে দেখা ঠিক হবে না। জন ফ্লিন হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়। এতে সহায়তাকারী চিকিৎসক সিরি দত্ত জানান, সারাহ ডাউনসকে আগেই এজন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। নিয়মিত সাক্ষাতে গর্ভধারণ ও বাচ্চা প্রসবের ব্যাপারে তিনি বিস্তারিত জেনেছেন। তবে সব মায়ের পক্ষে এভাবে বাচ্চা প্রসব করা সম্ভব নয়।