বিশেষ খবর



Upcoming Event

স্বর্ণের কমোড

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

স্বর্ণের থালায় কাউকে খেতে দিলে তিনি সম্মানিত হবেন, নাকি তার অস্বস্তি বাড়বে? দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনাই বেশি! কিন্তু, সেসবের মোটেও তোয়াক্কা করছে না এক মার্কিন জাদুঘর। আম-জনতার ব্যবহারের জন্য একটা বাথরুমে সম্পূর্ণ খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি কমোড বসাচ্ছে জাদুঘরটির কর্তৃপক্ষ। নিউইয়র্ক শহরের গাগেনহাম মিউজিয়াম সম্ভবত এভাবেই চুরমার করে ভাঙতে চাইছে প্রচলিত সামাজিক শ্রেণি ব্যবধানকে। কারণ স্বর্ণে মোড়ানো কমোড রীতিমতো ঐশ্বর্যশালী লোক ছাড়া কেউ ব্যবহার করার কথা ভাবতেই পারে না! অথচ সেই সুযোগ এক্কেবারে সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিল গাগেনহাম মিউজিয়াম। বাড়তি কোনো খরচ নয়, স্রেফ টিকেট কেটে জাদুঘরে প্রবেশ করলেই হলো, মিলে যাবে স্বর্ণের কমোডে বসে টয়লেট করার অপূর্ব সুযোগ। খবরে বলা হয়েছে, এই টিকেটের মূল্যও থাকবে সমাজের সকল শ্রেণির হাতের নাগালে। শুধু ব্যবহার নয়, পাশাপাশি এই কমোডকে প্রদর্শনের উদ্দেশ্যেও রাখা হবে। যার ইচ্ছা হবে, তিনি টিকেট কেটে ব্যবহার করবেন। ১৮ ক্যারটের এই স্বর্ণের কমোড ঘিরে জোরদার পাহারা থাকবে।
ইতালির প্রখ্যাত শিল্পী ৫৫ বছর বয়সী মৌরিজিও ক্যাতেলান দীর্ঘ ৫ বছর ধরে এই কমোড তৈরি করেছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img