একটি ছবি। তাতে তিনজন নারী একইরকম দেখতে। এ পর্যন্ত সবই সহজ। তবে সঙ্গে একটি প্রশ্ন জুড়ে দেয়ায় এই ছবিটি হয়ে ওঠে চরম বিভ্রান্তিকর। প্রশ্নটি হলো- ‘বলুন তো, মা কোন জন?’ সাদা চোখে তো মনে হবে যেন একই মায়ের গর্ভে জন্ম নেয়া তিন বোন। কিন্তু বাস্তবতা ভিন্ন। এ তিনজনের মধ্যে একজন মা আর অন্য দু’জন যমজ বোন। কিন্তু ছবি দেখে বোঝার উপায় নেই কে মা আর কে মেয়ে। কারণ মায়ের চোখেমুখে বয়সের কোনো ছাপ নেই। সন্তানদের চেহারার মিল থাকতেই পারে। তাই বলে একদমই অবিকল? আচ্ছা অবিকল না হয় হলোই, কিন্তু বয়সজনিত পার্থক্যতো থাকবে। যমজ হওয়ায় দুই বোন দেখতে হুবহু। কিন্তু ৪৩ বছর বয়সী মা কীভাবে এতটা মিলে যান মেয়েদের সঙ্গে! যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের এই মা ও দুই মেয়ের ছবি নিয়ে সারাবিশ্বে চলছে তোলপাড়। এ ছবি যে-ই দেখছেন, বুদ্ধি খাটিয়ে মা-মেয়ের পার্থক্য নির্ধারণের চেষ্টা করছেন।