বিশেষ খবর



Upcoming Event

তিমির পেটে ৩ দিন

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

স্পেনের এক মৎস্যজীবী লুইগি মার্কেজ গিয়েছিলেন তিমির পেটে। তিমির পেটে শুধু যানইনি, দিব্যি বেঁচে ছিলেন এবং ৩ দিন পর তিমির পেট থেকে আবার বেরিয়েও এসেছেন। স্পেনের সমুদ্রে মাছ ধরে জীবিকা অর্জন করেন লুইগি। সেদিনও করছিলেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে লুইগির নৌকা। ঝড় থামলেও কোনো খোঁজ মেলেনি তার। এমন কী কোস্টগার্ডরাও তার কোনো খোঁজ পায়নি। হঠাৎই যেন মাটি ফুঁড়ে বের হন লুইগি। তারপর যা বলেন তা আরও চমকপ্রদ।
লুইগির দাবি, তার নৌকা ঝড়ের কবলে পরার পর একটি তিমি আস্ত গিলে নেয় তাকে। ঝড়ের সময় কী হয়েছিল তা কিছুতেই মনে পড়ছে না লুইগির। শুধু যখন সম্বিৎ ফেরে তখন একটি ঘন অন্ধকার জায়গায় নিজেকে দেখেন লুইগি। আলো বলতে একমাত্র হাতের ওয়াটারপ্রুফ ঘড়ির আলো। সেই ঘড়ির মাধ্যমেই সময় মেলাতে থাকেন তিনি।
ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় লুইগির। কীভাবে বেঁচে ফিরবেন, আদৌ প্রিয়জনদের দেখা পাবেন কিনা তা মনে করেই চোখ ভিজে আসে পানিতে। তবে মনোবল হারাননি লুইগি। সুযোগ খুঁজতে থাকেন আর নিজেকে আশ্বস্ত করতে থাকেন এই বলে, যে করেই হোক তিমির পেট থেকে বের হতে হবে তাকে। চেষ্টা চালিয়ে যান, তার চেষ্টাতেই একদিন তিমিটি বমি করে বের করে দেয় লুইগিকে। মাঝসমুদ্র থেকে কোনোক্রমে ফিরে আসেন লুইগি।
তবে অসুবিধে একটাই, ৩ দিন তিমির পেটে কাটানোর ফলে তার গায়ের বোঁটকা গন্ধে টেকা দায়। গায়ের ময়লা পরিষ্কার করতে করতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় লুইগির।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img