বিশেষ খবর



Upcoming Event

মন্ত্রিত্ব পাচ্ছে ছাত্র

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

আক্ষরিক প্রতিনিধিত্বই বটে! কারণ সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বানাতে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। এ বিষয়ে দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের যুক্তি হলো, এই মন্ত্রী তরুণদের মুখপাত্র হিসেবে কাজ করবে। গত দুই বছরের মধ্যে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছে কিংবা স্নাতক শেষ বর্ষে পড়ছে, তারাই এ মন্ত্রিত্বের জন্য আবেদন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীকে এ পদে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছেন মাকতুম। তাঁর মতে আরব সমাজের প্রায় অর্ধেক তরুণ, সুতরাং দেশ শাসনে তাদের একটা ভূমিকা থাকা খুবই যৌক্তিক। দেশটির সরকার বিষয়টি যে গুরুত্ব দিয়ে ভাবছে, তা নিশ্চিত। কারণ মন্ত্রিপরিষদের ওয়েবসাইটেও মন্ত্রী পদে ছাত্র চেয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে। প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের কম। আর যোগ্য প্রার্থীকে তরুণদের আশা-আকাঙ্খা ধারণ করতে হবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img