বিশেষ খবর



Upcoming Event

সাগরে জাদুঘর

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

গ্যাসের পাইপলাইন কিংবা সাইবার ক্যাবল নয়, সাগরে জাদুঘর স্থাপন করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ল্যানজারোতে উপকূলের কাছে এই জাদুঘর, যা ইউরোপের ইতিহাসে প্রথম। জাদুঘরটি বানানো হচ্ছে সাগরের ১৫ মিটার গভীরে। সেখানে থাকবে মোট ৩০০ ভাস্কর্য।
তবে অভিনব এই জাদুঘর দেখতে হলে দর্শনার্থীদের ভালোই বেগ পেতে হবে। কারণ সেখানে যেতে হলে পিঠে অক্সিজেনের সিলিন্ডার এবং ডুবুরির পোশাক পরতে হবে। উদ্যোক্তারা বলছেন, আফ্রিকার মূল ভূখ-ের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক ভিড় জমায়। তাদের জন্য নতুন আকর্ষণ হবে এই জাদুঘর।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img