পৃথিবীর অনেক দেশেই রয়েছে নামিদামি হোটেল। তবে এমন কোনো হোটেলের নাম শুনেছেন, যেটি মাধ্যাকর্ষণ শক্তিকে হার মানিয়ে দিব্যি শূন্যে ভাসছে। আশ্চর্য হলেও ঘটনা কিন্তু সত্যি।
হোটেলটির অবস্থান পেরুর কুজকোর উপত্যকায়। গভীর খাদের গা বরাবর ঝুলন্ত এ হোটেল অবস্থিত। আক্ষরিক অর্থেই ঝুলছে এ হোটেলটি। খাদের ধারাটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৩০০ ফুট উপরে। দেখতে অনেকটা ক্যাপসুলের মতো এটি। এরকম এক একটি ক্যাপসুলে রয়েছে ৮ জনের শোবার ঘর, ডাইনিং রুম এবং বাথরুম। পুরোটাই ঢাকা স্বচ্ছ দেয়ালে। অর্থাৎ খাদের ওপর থেকে দিন বা রাতের অপরূপ প্রকৃতি সব সময় থাকছে চোখের সামনে। বাড়ির কার্নিশের মতোই এই ক্যাপসুলের বাইরে পাহাড়ের ওপর রয়েছে বসার জায়গা। পাতা রয়েছে টেবিল-চেয়ার। এত উঁচু হোটেলে উঠতে হয় কোমরে দড়ি বেঁধে, পাহাড়ের গা বেয়ে চড়তে হবে ৪০০ মিটার।
হোটেল, হোটেলে যাওয়া ও নেমে আসার সরঞ্জাম, প্রশিক্ষকের সাহচর্য, স্ন্যাকস, ব্রেকফাস্ট ও ডিনারসহ সবকিছুর খরচ দিনে জনপ্রতি মাত্র ১২ হাজার টাকা।