বিশেষ খবর



Upcoming Event

খুবিতে শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল ডাটাবেজ তৈরির কাজ খুব শীঘ্রই শুরু -উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের কনফারেন্স রুমে ইমপ্রুভমেন্ট প্লান শীর্ষক তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান ও সেলফ এ্যাসেসমেন্ট (এসএ) কমিটির সভাপতি প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১ জানুয়ারিতে নতুন যে ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে তাদের দিয়েই এই সেন্ট্রাল ডাটাবেজ তৈরির কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে এই ডাটাবেজের আওতায় আনা হবে। এই ডাটাবেজ বহুমুখী কাজে ব্যবহার করা যাবে বলেও তিনি উল্লেখ করেন। কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদারসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশ নেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img