বিশেষ খবর



Upcoming Event

বিজ্ঞান ও সংস্কৃতি চর্চা বাড়াতে হবে -শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুস্থ ও উন্নত সংস্কৃতির মধ্যে আমাদের ছেলেমেয়েদের বড় করতে চাই। একইসঙ্গে বিজ্ঞানের চর্চাও বাড়াতে হবে। বিজ্ঞান ও সংস্কৃতি দুটোই আমাদের প্রয়োজন।
মন্ত্রী সম্প্রতি রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মিলনায়তনে দৈনিক সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজিত পঞ্চম জাতীয় স্কুল বিজ্ঞান প্রতিযোগিতা-২০১৭ এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষায় অগ্রগতির ফলে তা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখন সবক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজের একটি বড় অগ্রগতি। তিনি বলেন, নতুন প্রজন্মকে নেতৃত্ব দেয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ভালো মানুষ তৈরি করতে চাই। দেশপ্রেমে উজ্জীবিত নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করতে হবে।
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিজ্ঞান-লেখক ড. রেজাউর রহমান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মোঃ সবুর খান ও বিএফএফয়ের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। উল্লেখ্য বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান লাভকারী চারটি দলকে পুরস্কৃত করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় ৬৪টি জেলার ৫২০ স্কুল বিভিন্ন পর্যায়ে অংশ নেয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img