বিশেষ খবর



Upcoming Event

৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি সই করলো ইউজিসি

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠা এবং উৎকর্ষ সাধনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন হয়েছে।
সম্প্রতি ইউজিসি অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কমিশনের সচিব ড. মোঃ খালেদ ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রাররা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বার্ষিক-কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান। তিনি শিক্ষকদেরকে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পারস্পরিক মিথস্ক্রিয়া ও ব্র্যান্ডিংয়ের জন্য নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করারও আহ্বান জানান।
তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনি স্বাগত জানিয়ে তাদেরকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img