ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ‘প্রফেসর রোকেয়া বেগম রিসার্চ ল্যাবরেটরি’-এর উদ্বোধন অনুষ্ঠান ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ল্যাবরেটরি’র উদ্বোধন করেন। এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, বিভাগের শিক্ষকবৃন্দ, এম ফিল গবেষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. রোকেয়া বেগম তাঁর কর্মজীবনে গবেষণামুখী, নিষ্ঠা ও আদর্শবান শিক্ষক ছিলেন। তাঁর নীতিতে অনুপ্রাণিত হয়ে তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য এই ল্যাবরেটরি নির্মাণে প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করেন ড. রোকেয়া বেগমের পরিবার। এই ল্যাবরেটরি’র মাধ্যমে এম ফিল ও পিএইচ ডি গবেষকদের গবেষণার উৎকর্ষ ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।