বিশেষ খবর



Upcoming Event

খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

সম্প্রতি আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় আয়োজক হিসেবে ছিলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিষয়বস্তু ছিলো যন্ত্রসংগীত (গিটার, তবলা ও বাঁশি)। এ প্রতিযোগিতায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন করে প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনার নিজস্ব শিল্পী/গীতিকার অশোক কুমার দে, নিজস্ব শিল্পী/বাঁশিবাদক নিখিল কৃষ্ণ মজুমদার এবং তবলা বাদক দেব কুমার রাহা। প্রতিযোগিতায় গিটারে প্রথম স্থান খুলনা বিশ্ববিদ্যালয়ের তুরান মাহবুব মাসিউল আজিম, দ্বিতীয় স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোঃ আফতাব উদ্দিন ও তৃতীয় স্থান অধিকার করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মোঃ ইব্রাহীম সুজন। তবলায় প্রথম স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিয়াস কুমার, দ্বিতীয় স্থান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কিশোর দাস, তৃতীয় স্থান অধিকার করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের তপু দাস। বাঁশিতে প্রথম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাওয়াদ মুস্তাকীম আল মুবাল্লিক, দ্বিতীয় স্থান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রণব সরকার এবং তৃতীয় স্থান অধিকার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোঃ রেজওয়ান ইসলাম।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img