মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, একসময় বাংলাদেশে ডিজিটাল শব্দটি নিয়ে উপহাস করা হতো। আজ দেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। গাজীপুরে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে। ২০২০ সালে বাংলাদেশ হবে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্প্রতি এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রজেক্টের আওতায় তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী সম্প্রতি ওই অনুষ্ঠানে ব্র্যান্ডিং গাজীপুর লোগো উন্মোচন এবং মেলার উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটুআই’র পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ইফতেখার আহমদ চৌধুরী প্রমুখ।