বিশেষ খবর



Upcoming Event

গ্রাজুয়েটদের বিশ্বমানের গ্রাজুয়েট হিসেবে গড়ে তুলতে হবে -ইবি উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেছেন, আমাদের গ্রাজুয়েটদের বিশ্বমানের গ্রাজুয়েট হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে তারা একটা সময় দেশের বোঝা হয়ে দাঁড়াবে।
হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) প্রকল্প আমাদের সুযোগ দিয়েছে মান উন্নয়নের। এটি ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে হবে।
সম্প্রতি আল-ফিকহ বিভাগের আয়োজনে কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, আমার মেগা প্রকল্প হলো বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করে গড়ে তোলা। আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা আবাসিক সংকট। এ সংকট কাটিয়ে উঠতে পারলেই এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত আল-ফিকহ বিভাগের সাবেক সভাপতি ড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুস সোবহান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img