বিশেষ খবর



Upcoming Event

ওপেকের স্কলারশিপ

ক্যাম্পাস ডেস্ক বৃত্তি

উন্নয়ন অর্থনীতি, জ্বালানী, পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে যারা মাস্টার ডিগ্রি অর্জন করতে চান তাঁদের জন্য পড়াশোনার সুযোগ করে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে তেল নিয়ন্ত্রণকারী সংস্থা অর্গানাইজেশন অব পেট্টোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক। সংস্থাটির একটি অঙ্গ সংগঠন ‘ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ বা ওএফআইডি প্রতি বছর বিশ্বের উন্নয়নশীল দেশগুলো থেকে চারজন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দিয়ে থাকে। বিশ্বের যে কোনো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অর্থনীতি (দারিদ্র্য বিমোচন, জ্বালানি ও টেকসই উন্নয়ন), মরুকরণ ইত্যাদি সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়লে এই স্কলারশিপ পাওয়া যাবে।

অর্থের পরিমাণ
টিউশন ফি, বসবাসের খরচ, বীমা, বই এবং যাতায়াতভাড়া বাবদ সর্বমোট পঞ্চাশ হাজার ডলার পাওয়া যাবে।

যোগ্যতা
বয়স ২৩ থেকে ৩২ বছর। ৪.০ রেটিং এ জিপিএ থাকতে হবে কমপক্ষে ৩.০। আগস্ট-সেপ্টেম্বর ২০১৫ শিক্ষাবছরে বিশ্বের যে কোনো প্রথমসারির বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কারিকুলামের ফুলটাইম শিক্ষার্থী হিসেবে ভর্তির আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৮ মে ২০১৫। আবেদনপত্র এবং প্রয়োজনীয়          কাগজপত্র সংক্রান্ত তথ্য পাওয়া যাবে http://www.ofid.org/FOCUSAREAS/OFIDYouth/ScholarshipAward.aspx এই ওয়েব সাইটে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img