ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশাসনের শীর্ষ দুই পদে পরিবর্তন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদ উপ-উপাচার্য (প্রোভিসি-শিক্ষা), উপ-উপাচার্য (প্রোভিসি-প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ আখতারুজ্জামান ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ড. নাসরিন আহমেদ।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এ নিয়োগ দেন। আগামী চার বছরের জন্য এ দুজন এ পদে নিয়োগ পেলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদ দুটি গত ৯ জুন শূন্য হয়। পরে ওই দুই পদে দায়িত্ব পালন করেন ঢাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।