অনার্স কোর্সে পাঠদানকারী কলেজগুলোর উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে সারা দেশে ৭০টি কলেজ বাছাই করা হয়েছে, যেগুলোতে ২০ কোটি টাকা ব্যয়ে ল্যাব, ক্লাসরুম ও ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৭৪ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেছেন। এ সময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। নুরুল ইসলাম নাহিদ বলেন, নৈতিকতা না থাকলে শিক্ষার্থীরা মেধা দিয়েও খারাপ কাজ করতে পারে। এর আগে সকালে উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি।