বিশেষ খবর



Upcoming Event

বিশ্বের ভীতিকর স্কুল

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

শিক্ষার জন্য চীনে যাওয়ার প্রবাদ চালু আছে প্রাচীনকাল থেকে। তবে চীনের শিশুদের শিক্ষার জন্য সংগ্রাম দেখলে বুক কেঁপে উঠবে। চীনের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম অটুলার। সেখানে ৮০০ মিটার উঁচু পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নেমে আসতে বাধ্য হয় শিশুরা! অটুলার গ্রামটির অবস্থান ঠিক পাহাড় চূড়ায়, অল্প একটু জায়গায়। মাত্র ৭২ জন মানুষের বাস। পাহাড় চূড়ার গ্রাম থেকে ক্লাসে যোগ দিতে শিশুরা পিঠে স্কুলব্যাগ নিয়ে দুর্বল ও কাঁপতে থাকা মইয়ে করে রুক্ষ পাথরের ওপর হামাগুড়ি দিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ খাড়া ঢাল পার হতে বাধ্য হয়। সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। নিয়ন্ত্রণ হারালেই প্রাণ হারানোর মতো দুর্ঘটনা অবশ্যম্ভাবী! স্কুলে যাওয়ার এরূপ ছবি বেইজিংয়ের একটি পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশ হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। গ্রাম প্রধান আপি জিটি বেইজিং নিউজকে বলেন, গ্রামের অন্তত ৭-৮ জন এই ঢাল পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত আরও অনেকেই আহত হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় শিশুদের মাসে মাত্র দু’বার স্কুল থেকে পাহাড় চূড়ার গ্রামে আসতে দেয়া হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img